TMC Clash During Idol Immersion

দুর্গাপূজার শোভাযাত্রায় বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের সিউড়ি, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম বেশ কয়েক জন

শুক্রবার দশমীর রাতে সিউড়ির দমদমা অঞ্চলের দুর্গাপুজোর শোভাযাত্রা চলছিল। সেই সময় সিউড়ি-২ ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের লোকজন বক্স বাজিয়ে শোভাযাত্রায় নাচানাচি করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

ঘটনায় চারজন জখম হয়েছেন বলে দাবি।
নিজস্ব সংবাদদাতা, সিউড়ি
  • শেষ আপডেট:০৪ অক্টোবর ২০২৫ ০৭:৩৫

দশমীর রাতে দুর্গাপুজোর শোভাযাত্রায় বক্স বাজানোকে কেন্দ্র করে উত্তপ্ত হল বীরভূমের সিউড়ি। জানা গিয়েছে, সেই সময় অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের দু’পক্ষের হাতাহাতিতে জখম হয়েছেন চারজন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার দশমীর রাতে সিউড়ির দমদমা অঞ্চলের দুর্গাপুজোর শোভাযাত্রা চলছিল। সেই সময় সিউড়ি-২ ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডলের লোকজন বক্স বাজিয়ে শোভাযাত্রায় নাচানাচি করছিলেন। অশ্বিনী অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবে এলাকায় পরিচিত। অভিযোগ, সেই সময়ে ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা দলবল নিয়ে সেখানে আসে। এর পরেই অচমকা হামলা চালায় বলে দাবি। নুরুল ইসলাম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ।

অনুব্রতর অনুগামী অমলেন্দু সাহা বলেন, “আমরা নাচানাচি করছিলাম। সেই সময়ে নুরুলের লোকজন আমাদের উপরে হামলা চালায়। আমরা অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করি, তাই মারধর করা হয়েছে। নুরুল চান, ওদের সঙ্গে আমাদের থাকতে হবে। ৬০-৭০ জন লোক এনে আমাদের উপরে হামলা করে।’ পিন্টু সাহা নামে অন্য এক অনুব্রত মণ্ডলের অনুগামীও একই দাবি করেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলামের অনুগামীরা।

আসছে বছর রাজ্যে বিধানসভা ভোট। এর আগেও একাধিকবার এই দুই নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা। এর পরেই আসরে নামে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁরা জেলায় একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিল। আর তার মধ্যে ফের বীরভূমে তৃণমূলের দুই নেতার কোন্দল প্রকাশ্যে এল।


Share