Bus Accident At Bolpur

সপ্তমীর সকালে দুর্ঘটনা বীরভূমে, রাস্তার গর্তে পড়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত এক শিশু, আশঙ্কাজনক ১২ জন

স্থানীয়দের অভিযোগ, বোলপুরের সিয়ান হাসপাতালের সামনে রাস্তায় খানাখন্দে ভর্তি। বারেবারে প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এমন রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

রাস্তার ধারে পড়ে রয়েছে বাস।
নিজস্ব সংবাদদাতা, বোলপুর
  • শেষ আপডেট:২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮

বেহাল রাস্তা। তার ওপর দিয়েই চলছে ঝুঁকি নিয়ে যাতায়াত। সপ্তমীর সকালে বীরভূমের সিয়ানে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সেখানে একটি যাত্রীবাহী বাস গর্তে পড়ে আচমকাই উল্টে যায়। ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। অন্তত ৩০ জন জখম হয়েছেন। তাদের  নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস কীর্ণাহার থেকে বোলপুর দিকে আসছিল। পুলিশ সূত্রের খবর, বাসে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, বোলপুরের সিয়ান হাসপাতালের সামনে একটি ইলেকট্রিক টোটো আচমকাই বাসের সামনে চলে আসে। সেটাকে বাঁচাতে গিয়ে কোনও ভাবে রাস্তার গর্তে বাসের চাকা পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যে উল্টে যায় বাসটি। এর ফলে বাসের মধ্যেই আটকে পড়ে যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। বোলপুরের এসডিপিও ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সুত্রের খবর, ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। স্থানীয়দের সাহায্যে জখমদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। পুলিশ জখম যাত্রীদের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করছে। 

স্থানীয়দের অভিযোগ, বোলপুরের সিয়ান হাসপাতালের সামনে রাস্তায় খানাখন্দে ভর্তি। বারেবারে প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এমন রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এই বিষয়ে প্রশাসনের প্রতিক্রিয়া মেলেনি। 


Share