Family Feud Fatal

পারিবারিক কোন্দলে রক্তাক্ত মাথাভাঙা, সংঘর্ষে নিহত বিজেপি যুব মোর্চার নেতা সহ দু’জন, জখম চার

কোচবিহারের মাথাভাঙায় পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষে বিজেপি যুব মোর্চার নেতা-সহ দুই জনের মৃত্যু। জখম হয়েছে চার। ঘটনায় তৃণমূলের এক বুথ সভাপতি বহিষ্কৃত, চার জনকে আটক করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪

কোচবিহারের মাথাভাঙায় দুই পারিবারের সংঘর্ষে ঝড়ল রক্ত। দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার সকালে মাথাভাঙা–১ ব্লকের হাজরাহাট–১ গ্রাম পঞ্চায়েতের বালাসী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন মানব সরকার, তিনি বিজেপির যুব মোর্চার স্থানীয় মণ্ডলের সহসভাপতি। অপর নিহত যাদব সরকারও ওই এলাকার বাসিন্দা এবং বিজেপি সমর্থক বলে স্থানীয় সূত্রে দাবি। দীর্ঘদিন ধরেই মানব ও যাদব সরকারের পরিবারের মধ্যে বিবাদ চলছিল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে সেই বিবাদ প্রথমে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত অবস্থায় ছ’জনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মানব ও যাদব সরকারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে স্থানীয় বাসিন্দা সুধীর শিকদারের নামও জড়িয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পর তৃণমূলের কোচবিহার জেলা নেতৃত্ব তাঁকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সমাজমাধ্যমে জানান, পারিবারিক বিবাদে জড়িয়ে পড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি বিমল বর্মণ জানান, নিহত মানব সরকার বিজেপির যুব মোর্চার মণ্ডল সহসভাপতি ছিলেন এবং আহতরাও বিজেপি কর্মী। তাঁর অভিযোগ, পারিবারিক বিবাদ হলেও হামলাকারীরা শাসকদলের সঙ্গে যুক্ত।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায় বলেন, “এটি সম্পূর্ণ পারিবারিক একটি সংঘর্ষ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাঁদের কোচবিহার মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়েছে।” তিনি আরও জানান, এই ঘটনায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ইতিমধ্যেই পুলিশ চারজনকে আটক করেছে।


Share