Modi Security Drill

চলতি সপ্তাহে মালদহে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাহাপুর বাইপাসে চলল বায়ুসেনার হেলিকপ্টার মহড়া

মালদহের সাহাপুর বাইপাসে প্রধানমন্ত্রী মোদীর আগমনের আগে বায়ুসেনার হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত, হেলিপ্যাড প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা। পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন, এলাকাকে কড়া নিরাপত্তার চাদরে মোড়া।

নামানো হয়েছে হেলিপ্যাড
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:৪২

প্রধানমন্ত্রীর আসন্ন সফরের আগে মালদহে পুরাতন মালদহ থানা এলাকায় সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বায়ুসেনার হেলিকপ্টারের মহড়া অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ই জানুয়ারি মালদহ সফরে আসছেন। সেই সফরকে কেন্দ্র করে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা এখন চরমে। ইতিমধ্যেই সাহাপুর বাইপাস সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রীকে বহনকারী বায়ুসেনার হেলিকপ্টার অবতরণের জন্য একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেই হেলিপ্যাডে বায়ুসেনার হেলিকপ্টারের ওঠানামা সংক্রান্ত মহড়া চালানো হয়।

এই মহড়ার মাধ্যমে হেলিপ্যাডের প্রস্তুতি, নিরাপত্তা বলয়, জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া ব্যবস্থা এবং প্রশাসনিক সমন্বয় খতিয়ে দেখা হয়। মহড়াকে ঘিরে গোটা এলাকা সাময়িক ভাবে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভাস্থল ও আশপাশের এলাকায় মেটাল ডিটেক্টর, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী।

প্রধানমন্ত্রীর মালদহ সফরকে সামনে রেখে সাহাপুর বাইপাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।


Share