Love Feud Murders

কোচবিহারে কাকা-ভাইপো খুনে প্রেমের বিরোধ, গ্রেফতার তিন, পলাতক মূল অভিযুক্ত

প্রেমঘটিত পারিবারিক বিবাদ থেকেই কোচবিহারের মাথাভাঙায় কাকা-ভাইপো জোড়া খুন, জানাল পুলিশ। ঘটনায় তিন জন গ্রেফতার, মূল অভিযুক্ত পলাতক। রাজনীতির যোগ নেই।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০১:৪১

রাজনৈতিক নয়, পারিবারিক বিবাদ থেকেই কোচবিহারের মাথাভাঙায় জোড়া খুনের ঘটনা ঘটেছে, এমনটাই জানাল পুলিশ। প্রেমঘটিত কারণে কাকা ও ভাইপোকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শুক্রবার এই মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত এখনও পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-১ গ্রাম পঞ্চায়েতের বালাসী এলাকায় খুন হন মানব সরকার (৪৫) ও যাদব সরকার (২২)। সম্পর্কে তাঁরা কাকা-ভাইপো এবং দু’জনেই বিজেপি কর্মী। ঘটনার পরই জেলা তৃণমূল কংগ্রেসের তরফে সুধীর সিকদার নামে এক ব্লক নেতাকে বহিষ্কার করা হয়। এর জেরে খুনের পিছনে রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তদন্তে জানা গিয়েছে, জনৈক ফলান সরকারের মেয়ের সঙ্গে যাদব সরকারের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের এই সম্পর্ক নিয়ে আপত্তি ছিল ফলানের। তা থেকেই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।

বৃহস্পতিবার যাদবের সঙ্গে কথা বলতে গিয়েই ফলান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে যাদবকে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁর মৃত্যু হয়। যাদবকে বাঁচাতে গেলে তাঁর কাকা মানব সরকারকেও মারধর করা হয়। তিনিও মারা যান। ওই ঘটনায় আরও কয়েক জন আহত হন।

ঘটনার পর ফলান সরকার-সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে সুধীর সিকদার, চঞ্চলা সরকার এবং কানাই শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ফলান সরকার এখনও পলাতক।

কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা বলেন, ‘‘ফলান সরকারের মেয়ের সঙ্গে যাদব সরকারের প্রেমের সম্পর্ক নিয়ে দুই পরিবারের বিবাদের সূত্রপাত। এর আগেও কয়েক বার যাদবকে তাঁর মেয়েরে সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন ফলান। বৃহস্পতিবার যাদবের সঙ্গে ফলান কথা বলতে গিয়েছিলেন। সেখানেই বিবাদের শুরু।’’ তিনি জানান, বাগ্‌বিতণ্ডার সময় যাদবকে মারধর করেন ফলান এবং তাঁর পরিবারেল লোকজন। যাদবের কাকা মানব সেখানে গেলে তাঁকেও পেটানো হয়। দু’জনেরই মৃত্যু হয়েছে। যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ, তাদের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পলাতক ফলান সরকারকে শীঘ্রই ধরে ফেলবে পুলিশ।


Share