Malda Hotels Shut

বাংলাদেশের পরিস্থিতিতে কড়া নজর সীমান্তে, মালদহে হোটেলে বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে প্রহরা জোরদার। মালদহে বাংলাদেশিদের হোটেলে থাকা বন্ধের সিদ্ধান্ত। বিজেপির সমর্থন, তৃণমূলের দাবি বৈদেশিক নীতি কেন্দ্রের, রাজ্য তা অনুসরণ করবে।

মালদহের একটি হোটেল
নিজস্ব সংবাদদাতা, মালদহে
  • শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৪:২৪

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারত–বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও কড়া করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে প্রহরা দ্বিগুণ করা হয়েছে বলে সূত্রের খবর। এর পাশাপাশি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে রাজ্য জুড়ে।

এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল মালদহের হোটেল মালিকরা। হোটেল মালিকরা জানিয়েছে, আপাতত বাংলাদেশি নাগরিকদের জন্য মালদহের হোটেলগুলিতে ঘর দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে। এতদিন মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসায় আসা বাংলাদেশিদের মালদহের বিভিন্ন হোটেলে থাকার অনুমতি দেওয়া হলেও, বর্তমান পরিস্থিতিতে সেই ব্যবস্থা বন্ধ করা হচ্ছে।

মালদহ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানান, বর্তমানে বাংলাদেশ থেকে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত প্রক্রিয়া কার্যত বন্ধ রয়েছে। সেই কারণেই তাঁরা বাংলাদেশি নাগরিকদের ঘর দেওয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও তাঁরা উদ্বিগ্ন।

এদিকে, বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, রাজ্যের সমস্ত হোটেল মালিকদেরই বাংলাদেশিদের জন্য ঘর দেওয়া পুরোপুরি বন্ধ করা উচিত। তাদের দাবি, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদেশিক বিষয় সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নীতির উপর নির্ভরশীল। সেই নীতি অনুযায়ী রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশের পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজনৈতিক তরজা চললেও, আপাতত মালদহে বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার পথ বন্ধ হওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।


Share