TMC Leader Arrested

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিপুল পরিমাণে বোমা তৈরির মশলা উদ্ধার, গ্রেফতার তৃণমূল নেতা

ধৃতের নাম সুবীর মাইতি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে বোমা তৈরির মশলা নিয়ে যাওয়ার পথে ভূপতিনগর থানা এলাকায় ধরা পড়েন তিনি।

ধৃত তৃণমূল নেতার নাম সুবীর মাইতি।
নিজস্ব সংবাদদাতা: ভূপতিনগর
  • শেষ আপডেট:১৭ আগস্ট ২০২৫ ০৩:৪৭

তিন বছর আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে তৃণমূলের বুথ সভাপতি-সহ তিন জনের প্রাণ হারায়। এ বার সেখান থেকেই উদ্ধার হল বিপুল পরিমাণে বোমা তৈরির মশলা। বোমা ও বারুদ তৈরির মশলা সরবরাহের অভিযোগে এক তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

ধৃত তৃণমূল নেতার নাম সুবীর মাইতি। সুত্রের খবর, গাড়িতে করে বোমা তৈরির মশলা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ভূপতিনগরের কাছে ধরা পড়েন। সুবীরের গাড়ি থেকে ৩৫ কেজি বোমা তৈরির বারুদ বাজেয়াপ্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, ভূপতিনগর-১ ব্লকের অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার কমলনয়নবাড় গ্রামে সুবীর মাইতির দশকর্মার দোকান রয়েছে। জানা গিয়েছে, সেই ব‍্যবসার আড়ালে বোমা ও বারুদ তৈরির মশলা সরবরাহ করতেন। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, তিনি ওই বোমা তৈরির বারুদ এবং মশলা বাজি তৈরির কারখানায় সরবরাহ করতেন। যদিও তাঁর কাছে এই সংক্রান্ত কোনও বৈধ নথি ছিল না বলেই দাবি পুলিশের।

পুলিশ জানিয়েছে, অবৈধ বাজি তৈরিতে রাশ টানতে গত দশ দিন ধরে ভূপতিনগরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গত শুক্রবার রাতে ইটাবেড়িয়া বাজারে অভিযান চালায়। সেখানে সন্দেহজনক একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, ওই গাড়িতে ৩৫ কেজি বোমা তৈরি মশলা ছিল। গ্রেফতার করা হয় দাপুটে তৃণমূল নেতা সুবীর মাইতিকে।

তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই মাঠে নেমে পড়েছে বিজেপি। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অভিযোগ, “বোমা তৈরির মশলা-সহ তৃণমূলনেতা সুবীর আগামী বিধানসভা নির্বাচনে সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ষড়যন্ত্র করেছিলেন। অভিযুক্ত তৃণমূলনেতার সঙ্গে আর যাঁরা জড়িত তাঁদেরও পাকড়াও করতে হবে।’’ তিনি আরও বলেন, “গত ২০২২ সালের ২ ডিসেম্বর রাত ১১টা নাগাদ নায়ড়াবিলা গ্রামে তৃণমূলের বুধ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। তাতে রাজকুমার, তাঁর ভাই দেবকুমার ও বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। এই ঘটনাও এনআইএ-র নজরে আনব।”

শনিবার তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরার দাবি, ‘‘কেউ বেআইনি কাজ করলে আইন মোতাবেক তাঁর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। তবে ঠিক কী ঘটেছে, আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’’


Share