Mamata Banerjee factory inauguration postponed

রঙের কারখানার উদ্বোধনের অনুষ্ঠান স্থগিত করল বিড়লারা, ষড়যন্ত্রের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার চৌরঙ্গী এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের কাছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি হয়েছে বিড়লা ওপাসের রঙ কারখানা। ৮৬ একর জমিতে তৈরি হয়েছে কারখানাটি। এই কারখানার জন্য আদিত্য বিড়লা সংস্থার তরফে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৮ অক্টোবর ২০২৫ ১০:৪০

সংস্থার মালিক কুমারমঙ্গলম বিড়লা অসুস্থ হওয়ায় স্থগিত হল  পিংলায় বিড়লা ওপাসের রঙের কারখানা উদ্বোধন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে কারখানা উদ্বোধনের কথা ছিল কুমারমঙ্গলম বিড়লার। তবে কর্মসূচি বাতিলের নেপথ্যে ‘ষড়যন্ত্রের গন্ধ’ পাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন ‘হাইলোডেড ভাইরাসের’ কলকাঠিতে কর্মসূচি বাতিল হয়েছে। 
মুখ্যমন্ত্রী এ দিন দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, “গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলাম বৃহস্পতিবার আমার বিড়লা ওপাসের কারখানা উদ্বোধনের কথা আছে। কারখানা তৈরি। আধঘণ্টা পর মেসেজ এল। লিখেছে শরীর খারাপ। আচমকা অনুষ্ঠান বাতিল করার জন্য দুঃখপ্রকাশ করেন। আমি বিড়লা গোষ্ঠীকে দোষ দিতে চাই না। আমার মনে হয় এটা হাইলোডেড ভাইরাসের কাজ। সবাইকে হুমকি দিচ্ছে।” 
এই মন্তব্যের আগে এবং পরে বিজেপিকে নিশানা করে সুর চড়ান মমতা। তিনি বলেন, “সবসময় বিমাতৃসুলভ আচরণ। এরা দেশকে শেষ করে দেব। উদ্ধতদের সরকার। মনে রাখবেন কিছুই চিরস্থায়ী নয়।” 
যদিও বিড়লা ওপাসের রঙ কারখানা উদ্বোধন স্থগিতের ষড়যন্ত্রের নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কারও নাম করেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রসঙ্গে বিজেপিকেই তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী। 
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার চৌরঙ্গী এলাকার ১৬ নম্বর জাতীয় সড়কের কাছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি হয়েছে বিড়লা ওপাসের রঙ কারখানা। ৮৬ একর জমিতে তৈরি হয়েছে কারখানাটি। এই কারখানার জন্য আদিত্য বিড়লা সংস্থার তরফে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই কারখানায় স্থানীয় মানুষেরা পাবেন বলে আশা করেছেন অনেকেই। তবে আচমকা কারখানা উদ্বোধন স্থগিত হয়ে যাওয়ায় তাঁরা হতাশ।


Share