Murder Allegation

ডেবরায় আদিবাসী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ আবগারি দফতরের কর্মীদের বিরুদ্ধে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

মৃত যুবকের নাম ডাক্তার সোরেন। আবগারি দফতরের কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

আদিবাসী যুবকের মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ।
নিজস্ব সংবাদদাতা, ডেবরা
  • শেষ আপডেট:২১ আগস্ট ২০২৫ ১২:৫৩

আবগারি দফতরের হাতে আটক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ঘটনাটি ঘটেছে। মৃত ব‍্যক্তির নাম ডাক্তার সোরেন। তিনি আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। আবগারি দফতরের কর্মীরা অভিযোগ অস্বীকার করেছেন। তার দেহ মেদিনীপুর মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, চোলাই মদ পাচারের অভিযোগে সোমবার ভোররাতে ডেবরার ষাঁড়পুর লোয়াদা অঞ্চলের আবগারি দফতরের অভিযান চালায়। সেখানে অনন্তবাড় এলাকার বাসিন্দা ডাক্তার সোরেনকে আটক করেআবগারি দফতরের লোকজন। লোয়াদার নন্দবাড়ি থেকে আটক করার পরেই রহস্যজনক মৃত্যু হয় ডাক্তারসোরেনের। যুবকের পরিবারের দাবি, আবগারি দফতরের কর্মীদের মারধরের ফলেই ডাক্তারের মৃত্যু হয়েছে।যদিও আবগারি দপ্তরের দাবি, চলন্ত মোটরবাইক থেকে ঝাঁপ দেওয়ার ফলেই ডাক্তার সোরেন গুরুতর জখম হন।আর তার ফলে মৃত্যু হয় ওই যুবকের।

সোমবার ভোররাতে পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন ডাক্তার। আবগারি দপ্তরের অভিযোগ, ডাক্তার সোরেন চোলাই পাচার করছিলেন। আটক করার পরেই তিনি মোটরবাইক থেকে ঝাঁপ দেন। গুরুতর জখম হন ওই ডাক্তার। এর পরেই তাকে উদ্ধার করে ডেবরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মেদিনীপুরমেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ভুবনেশ্বরের এইমসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন। পরিবার সূত্রের খবর, ভুবনেশ্বর নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়তার। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এর পরেই আবগারি দপ্তরের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেনআদিবাসী সম্প্রদায়ের লোকজন। অবরোধ তুলতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঘণ্টাখানেক পরে সেই অবরোধতুলে নেওয়া হয়।

ডাক্তারের স্ত্রী সুপর্ণা সিংহ সোরেন এবং দিদি দুলি হাঁসদার দাবি, আবগারি দফতর দুর্ঘটনার কথা বললেও তাহয়নি। আবগারি দফতরের কর্মীদের মারধরের কারণেই মৃত্যু হয়েছে ডাক্তার সোরেনের। ইতিমধ্যে তারা ডেবরা থানায় এফআইআর দায়ের করেছেন। এই ঘটনায় উপযুক্ত আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন আদিবাসীসংগঠনের নেতারা।


Share