Accident

বেলদায় ভয়াবহ পথ দুর্ঘটনা, লরিতে ও গাড়ির সংঘর্ষে মৃত চার জন

পশ্চিম মেদিনীপুরের বেলদায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে থাকা চার জনই প্রাণ হারিয়েছেন। মৃতেরা আসানসোলের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বেলায় পথ দুর্ঘটনায় মৃত চার জন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১২ জুলাই ২০২৫ ১০:২২

পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। শনিবার সকালে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর বেলদা থানার অন্তর্গত রানিসরাই এলাকার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, স্করপিও গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। গাড়িতে থাকা চার জনই ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। মৃতেরা আসানসোলের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এ দিন সকালে একটি স্করপিও গাড়ি খড়্গপুরের দিক থেকে উড়িষ্যার দিকে যাচ্ছিল। ১৬ নম্বর জাতীয় সড়কে রানীসরাই এলাকায় আসতে আচমকা নিয়ন্ত্রণ হারায়। স্থানীয়দের দাবি, নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি উড়িষ্যা-খড়্গপুর সড়কে চলে আসে। সেই সময় দাঁতের দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। প্রতক্ষ‍্যদর্শীদের দাবি, গাড়িটির গতি বেশি ছিল। এই ঘটনায় স্করপিও গাড়ির মধ্যে থাকা চালক-সহ চার জনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির দরজা কেটে চার ব‍্যক্তির দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় মৃতেরা হলেন কার্তিকচন্দ্র লাহিড়ী (৬০), অতনু গুহ (৪২), হিমাদ্রিশেখর পাত্র (৪৪) এবং বিশ্বজিৎ মণ্ডল (৪৮)। চার জনই আসানসোলের একটি আবাসনের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মৃতদের মধ্যে অতনুর ঠিকাদার সংস্থা রয়েছে। অতনু ব্যবসায়ী। বিশ্বজিৎ আসানসোলের বেসরকারি তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন আর হিমাদ্রি প্রাথমিক স্কুলের শিক্ষক। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রাকটিকে আটক করা হয়েছে।


Share