Weather Update

ষষ্ঠীর দিনে কলকাতার ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, জানিয়েছে আবহাওয়া দফতর

শনিবার সকালে মধ‍্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগের দিকে প্রবেশ করেছে। সেটি ধীরে ধীরে শক্তি হারিয়েছে। এর পরে আরও পশ্চিম দিকে সরে গিয়েছে।

দশমীতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:২১

পঞ্চমী থেকে মা দুর্গার দর্শন পেতে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের ভিড় বেড়েছে। ট্রেনে, বাস এবং মেট্রোতে যাত্রীদের ভিড় বাড়ছে। এমন পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ‍্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

গতকাল শনিবার সকালে মধ‍্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগের দিকে প্রবেশ করেছে। সেটি ধীরে ধীরে শক্তি হারিয়েছে। এর পরে আরও পশ্চিম দিকে সরে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার অর্থাৎ অষ্ঠমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের দিন অর্থাৎ নবমীর আগেই তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দুর্গাপুজোর অন্তত দু’দিন শহরে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট আটটি জেলায় বজ্রবিদ‍্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সপ্তমীর দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। ওই দিন দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, অষ্টমীর দিন নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে। ওই দিন বাকি জেলাগুলিতে বজ্রবিদ‍্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। একাদশীতে এই জেলাগুলির পাশাপাশি দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পুজোর কয়েক দিন উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। ষষ্ঠীতে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই দশমী পর্যন্ত বজ্রবিদ‍্যুৎ-সহ বৃষ্টি চলবে। দশমীর দিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।


Share