Durga Puja Weather Update

নবমীতে আন্দামান সাগরে নিম্নচাপ, দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, অষ্টমীতে আবেহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া দফতরের বুলেটিনে অনুযায়ী, নবমীর দিন আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে আগামীকাল মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নবমীর রাতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৫

নবমীতে আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দশমী এবং একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে অষ্টমীতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ, মঙ্গলবার অষ্টমীর দিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর প্রভাবে আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাতে পারে। এ দিন বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়ার কিছু অংশ, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা এবং হুগলি জেলায়। তবে খুব বেশি ক্ষণ বৃষ্টি চলবে না। ফলে দর্শনার্থীদের খুব একটা অসুবিধা হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের বুলেটিনে অনুযায়ী, নবমীর দিন আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে আগামীকাল মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নবমীর রাতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এর জেরে পরের দিন দশমী ও একাদশীতে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। ১ অক্টোবর বুধবার থেকে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নবমীর দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ‍্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই সঙ্গে ঝড় ও বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায়। ওই দিন এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলি ছাড়াও হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলিতে দশমীতে বৃষ্টি বাড়বে। একাদশী ও দ্বাদশী দুর্যোগের আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং-সহ ওপরের পার্বত্য পাঁচটি জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। নিচের দিকের জেলা মালদা, দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবারেও উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। ওই সব জেলাগুলিতে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


Share