Weather Update

পুজোয় ভাসবে কলকাতা! বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চতুর্থী থেকে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

এর সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর চতুর্থীতে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপটি তৈরি হবে। সেটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে।

চতুর্থী থেকে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৬

চতুর্থীর দিন থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে দু’টি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা থেকে সামনেই অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি গভীর নিম্নচাপের রূপ নিয়ে উপকূলের দিকে এগোবে। এই নিম্নচাপের প্রভাবে বুধবার উপকূলের জেলায় অতি ভারী বৃষ্টি এবং কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময় সমুদ্র উত্তাল রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

এর সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর চতুর্থীতে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপটি তৈরি হবে। সেটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। আগামী শুক্রবার পঞ্চমীর দিন পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব পড়বে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে। শনিবার ষষ্ঠীর দিন ওড়িশা ও অন্ধ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। চতুর্থীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের সব জেলায় হালকা থেকে বৃষ্টি হতে পারে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

বুধবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে- বাঁকুড়া, দুই মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ওই দিন কলকাতা-সহ বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি কিছুটা হতে পারে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর জানিয়েছে, উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Share