Weather forecast in Durga Pujo at West Bengal

দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়, উত্তরবঙ্গে থাকবে পরিস্কার আকাশ বলছে আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। সোমবার এবং মঙ্গলবার এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, কলকাতা-সহ বাকি সব জেলাতেই সোমবার থেকে আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:০৯

দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ষষ্ঠীর দু’দিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরে পুজোয় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার, অর্থাৎ তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের সাবধান করে দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। সোমবার এবং মঙ্গলবার এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, কলকাতা-সহ বাকি সব জেলাতেই সোমবার থেকে আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে বটে। তবে সোমবার থেকে উত্তরের কোনও জেলাতেই আপাতত আর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বা তারও বেশি বেগে। ওই দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি।


Share