Weather Update

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে রাজ‍্যে বৃষ্টির সম্ভাবনা কমবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৯ অক্টোবর ২০২৫ ১২:০০

দুর্যোগ কেটে গিয়েছে। দেখা মিলেছে রোদের। এর মধ্যে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের তৈরি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টি সম্ভাবনা বাড়বে। রবিবার থেকে বৃষ্টি পরিমাণ কমবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। এর প্রভাবে গতকালের তুলনায় দক্ষিণবঙ্গে পরিস্থিতির উন্নতি হবে। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামীকাল, শুক্রবার ফের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও বাড়বে।

আজ, বৃহস্পতিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী শনিবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আর নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। সপ্তাহান্তে ওই সব জেলাগুলিতে বাতাসে আর্দ্রতার পরিমাণও কমবে।

আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বৃষ্টির সতর্কতা রয়েছে। এই সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। বৃহস্পতিবার সাত জেলায় এবং শুক্রবার আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। এর সঙ্গে কমবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও। 

আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৬ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে শহরে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


Share