Weather Update

ক্রমশ পরিস্কার হচ্ছে উত্তরের আকাশ, উত্তরবঙ্গ দুর্যোগ কি কমবে, কী বলছে হাওয়া অফিস?

নিম্নচাপ ক্রমশ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। তবে চোখ রাঙ্গাচ্ছে পশ্চিমী ঝঞ্জা। আগামী ২৪ ঘন্টায় আফগানিস্তান হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধারকাজ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৬ অক্টোবর ২০২৫ ১২:১৫

১২ ঘণ্টার টানা বৃষ্টিপাতের জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। তবে সম্পূর্ণ না হলেও কিছুটা স্বস্তির খবর মিলছে হওয়া অফিসের তরফ থেকে। দুর্যোগ কমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

ভারী বৃষ্টিপাতের ফলে প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তরবঙ্গ। তবে সোমবার থেকে দুর্যোগ কমবে সেখানে। শুধুমাত্র আলিপুরদুয়ারেই ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। মঙ্গলবার থেকে কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে।

মঙ্গলবার নীচের দিকে জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি হবে। বৃষ্টিপাত হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও।

বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত আরও কিছুটা কমবে।

পাশাপাশি কলকাতায় সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা বজায় থাকবে। সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


Share