Weather Update

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, পঞ্চমী থেকে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলাগুলি, উপকুলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার সকালের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। বেলার দিকে মেঘলা আকাশ হতে পারে। স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে।

পঞ্চমীর দিন থেকে ভিজতে পারে কলকাতা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৫

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। এর জেরে পঞ্চমী থেকে ভিজবে একাধিক জেলা। কিছু জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, মধ‍্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বৃহস্পতিবার তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরে গভীর নিম্নচাপ রূপে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের স্থলভাগের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে ওড়িশা সংলগ্ন জেলাগুলি এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বইতে পারে পরে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই সময় সমুদ্র উত্তাল থাকবে। আগামী পাঁচদিন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যানজটের সৃষ্টি হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অন্তত দশটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। আগামী শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলাতেও। ওই দিন কলকাতা-সহ সব জেলাতেইবিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। বেলার দিকে মেঘলা আকাশ হতে পারে।স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসেজলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯৮ শতাংশ। ৬.৬ মিলিমিটারের সামান্য বৃষ্টিহয়েছে।


Share