Weather Update

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, দুর্গাপূজোয় জেলার জেলায় বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি, ইঙ্গিত মৌসম ভবনের

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন বাতাসে জলীয় বাষ্পের ৬৭ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকবে।

পুজোর দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭

আগামী ২৮ তারিখ থেকে শুরু দুর্গাপুজো। সেই দিনগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন। মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর তা শক্তি বাড়িয়ে উপকূলের দিকে অগ্রসর হবে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। যদিও পুজোয় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, তা নিয়ে শুক্রবার বিশেষ সাংবাদিক বৈঠক করবে আলিপুর আবহাওয়া দফতর। 

আগামী দুই সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। ২৫ সেপ্টেম্বর থেকে সপ্তাহের শুরুর দিকেই এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। যেটি শক্তি বাড়িয়ে ওড়িশার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে ওড়িশা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সেই জেলাগুলি হল- দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান। এর পাশাপাশি কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ‍্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন বাতাসে জলীয় বাষ্পের ৬৭ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকবে।

উল্লেখ‍্য, শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার  এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হবে। সেই মর্মে এই দু’টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিও।


Share