Weather Update

ফের তৈরি হয়েছে নিম্নচাপ, বজ্রবিদ‍্যুৎ-সহ বৃষ্টি জেলায় জেলায়, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে

আগামী শুক্রবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

শুক্রবার থেকে ফের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২৭ আগস্ট ২০২৫ ১১:০৭

মাঝে টানা বৃষ্টির পরে কমেছিল দুর্যোগ। কিছুটা পরিত্রাণ মিলতেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় ফের দুর্যোগ হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেটা আগামী দু’দিনে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। এর জেরে সমুদ্র উত্তাল থাকবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে ৩০ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই মর্মে ওই উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনার, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। বৃহস্পতিবার হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।

নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ঝড়বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হবে। শুক্রবার থেকে কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রির মধ্যে থাকবে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯৩ শতাংশ।


Share