Weather Update

আগামী সপ্তাহেই নিম্নচাপ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, পুজোতেও হতে পারে বৃষ্টি

উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের ওপরে একটি নিম্নচাপ বলয় অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গেও হবে বৃষ্টি।

ধর্মতলায় মুষলধারে বৃষ্টি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯

আজ, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। আগামী সপ্তাহেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের ওপরে একটি নিম্নচাপ বলয় অবস্থান করছে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গেও হবে বৃষ্টি। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের দিকে ঢুকছে। এর ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার মহালয়ার দিন বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, নদিয়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

শনিবার উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। তার পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সেই মর্মে ওই জেলায় রবিবারের পর থেকে কোনও সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার পুজোর আবহাওয়া নিয়ে বিশেষ বিবৃতি দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। বিশেষ করে নবমী এবং দশমীর দিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।


Share