Weather Update

দক্ষিণবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরের জেলায় অতিভারী বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
নিজস্ব সংবাদদাতা: কলকাতা
  • শেষ আপডেট:০৪ আগস্ট ২০২৫ ১০:২৮

সোমবার ভাসবে উত্তরবঙ্গের পাঁচটি জেলা। সেখানে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে বাড়বে আর্দ্রতাজনিত। তবে বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। তার সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে পরের দিন বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বর্তমানে ঘূর্ণাবর্ত ‌ উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর, চন্ডিগড়, নাজিবাবাদ, শাহজাহানপুর, লখনউ, গোরক্ষপুর, পটনা, পূর্ণিয়া এবং বহরমপুর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ, সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও। সেই সব জেলায় ভারী বৃষ্টির কারণে তিস্তা তোর্সা জলঢাকা নদীর জল স্তর বাড়বে। মূলত নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পং জেলার এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।


Share