Weather Updates

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৫

মাঝে বৃষ্টির কমলেও ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। শক্তি বাড়িয়ে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। তাই আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীরদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যেটি আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। পরে নিম্নচাপটি ঝাড়খন্ড হয়ে ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে। এর জেরে সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামী ২৪ ঘন্টায় সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে।

এই নিম্নচাপের জেরে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উপকূলবর্তী ও তার সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে। আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আগামী শনিবার পর্যন্ত চলবে। আগামী রবিবার এবং সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার ক্ষেত্রে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। এর প্রভাবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি হবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Share