Weather Update

পুড়ছে দক্ষিণবঙ্গ, আজ থেকে একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে হবে ভারী বৃষ্টি

বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯১ শতাংশ।

আদ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল শহরবাসী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৭

চোখ রাঙাচ্ছে রোদ। শেষ কবে টানা বৃষ্টি হয়েছিল, তা হয়তো অনেকেই বলতে পারবেন না। এর মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি না হওয়ায় কারণে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ফের পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। এই মৌসুমী অক্ষরেখাটি জয়সালমীর-আগ্রা-লখনউ-বারানসী- দেহরি থেকে বাঁকুড়া পর্যন্ত বিস্তৃত। সেটি আবার দিঘা হয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বুধবার কলকাতা-সহ রাজ‍্যের আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। সেই সব জেলায় আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯১ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।


Share