CM Will Visit North Bengal Tomorrow

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, উদ্ধিগ্ন মুখ্যমন্ত্রী, সোমবারই পরিস্থিতি পরিদর্শনে উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার সন্ধ্যা থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে দার্জিলিঙ এবং কালিম্পঙে। এর জেরে একাধিক জায়গায় নেমেছে ধস। তিস্তার জল উঠে এসেছে জাতীয় সড়কে। অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ভূটানে প্রবল বর্ষণের কারণে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।

সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৫ অক্টোবর ২০২৫ ০৪:২৪

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। একাধিক জায়গায় নেমেছে ধস। মৃত্যু হয়েছে একাধিক মানুষের। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই পরিস্থিতির ওপর নজর রেখেছেন তিনি। সকালে একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, সোমবারই মুখ‍্যসচিব মনোজ পন্থকে নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছেন। সেখানে বিকেলের মধ্যেই পৌঁছে যাবেন। শিলিগুড়ি থেকে পরিস্থিতির দিকে নজর রাখবেন।

শনিবার সন্ধ্যা থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে দার্জিলিঙ এবং কালিম্পঙে। এর জেরে একাধিক জায়গায় নেমেছে ধস। তিস্তার জল উঠে এসেছে জাতীয় সড়কে। অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, ভূটানে প্রবল বর্ষণের কারণে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। মমতা বলেন, “ভূটানের বৃষ্টির জলে ভরে গিয়েছে উত্তরবঙ্গ। দুর্যোগ আমাদের কারোর হাতে নেই। উত্তরবঙ্গের পাঁচটি জেলার সঙ্গে আমি আর মুখ‍্যসচিব ভার্চুয়াল বৈঠক করছি। সকালে ডিজি ফোন করেছিল। সকাল ছ’টা থেকে পরিস্থিতির দিকে নজর রাখছি।” 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাত খেকে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতির সঙ্গে কলকাতার পরিস্থিতিরও তুলনা টেনেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১২ ঘন্টা ধরে তুমুল বৃষ্টি হয়েছে। মোট সাতটি জায়গায় ধস নেমেছে। আমি পরিস্থিতির ওপর নজর রাখছি। আশা করি কাল (সোমবার) বিকেল ৩টের মধ্যে পৌঁছে যাব।” 

উত্তরবঙ্গে পূজোর ছুটিতে অনেক পর্যটক সেখানে গিয়েছেন। এমন বিপর্যয়ের জেরে অনেকে আটকে পড়েছেন। মমতা জানিয়েছেন, তাদের নিরাপদে বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে রাজ্য সরকার। কাউকে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পর্যটকেরা অনেকে আটকে পড়েছেন। তাঁরা এখন যেন তাড়াহুড়ো না করেন। আপনারা যেখানে আছেন, থাকুন। হোটেলগুলিতে যেন পর্যটকদের কাছ থেকে বাড়তি ভাড়া না-নেওয়া হয়। এটা আমাদের দায়িত্ব। প্রশাসন বিষয়টা দেখে নেবে।’’ এ ছাড়া, উত্তরবঙ্গে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।


Share