Landslide at Darjeeling

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, ধসে ১৩ জনের মৃত্যু, ভাঙল সেতু, বন্ধ একাধিক রাস্তা

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো শনিবার রাত থেকে দার্জিলিঙে শুরু হয়েছে বৃষ্টি। সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে।

বৃষ্টিতে ধসে গিয়েছে রাস্তা।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট:০৫ অক্টোবর ২০২৫ ০১:৩৩

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। মিরিখে লোহার সেতু ভেঙে ন’জনের মৃত‍্যু হয়েছে বলে জানা গিয়েছে। সুখিয়ায় চার জনের মৃত্যু হয়েছে। সেখানকার একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সিকিমের সঙ্গে কালিম্পঙের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বহু পর্যটক আটকে পড়েছেন। শুরু হয়েছে উদ্ধারকাজ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতো শনিবার রাত থেকে দার্জিলিঙে শুরু হয়েছে বৃষ্টি। সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে। এমনকি তিস্তা নদীর জল জাতীয় সড়কে উঠে এসেছে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার জল রাস্তা উঠে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। এই বিপর্যয়ে মিরিখ এবং দুধিয়ার মাঝে একটি লোহার সেতুর একাংশ ভেঙে গিয়েছে। এর ফলে শিলিগুড়ির সঙ্গে মিরিখের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দার্জিলিঙের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। 

কার্শিয়াঙের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মিরিখ থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দু’টি মৃতদেহ আগে উদ্ধার করা হয়েছিল। সুখিয়ায় আরও চার জনের মৃত্যুর খবর পেয়েছি। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজে অসুবিধা হচ্ছে। দিলরামের দিকটা বন্ধ। রোহিণীর রাস্তা বন্ধ। মিরিখে আটকে থাকা পর্যটকদের বের করে আনার চেষ্টা চলছে। বাসিন্দাদেরও উদ্ধার করা হচ্ছে।” পরে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, দিলরামের রাস্তায় ধস নেমেছে। এর জেরে দার্জিলিঙে যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখান থেকে কালিম্পং এবং সিকিমের দিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ রয়েছে রোহিণীর রাস্তা। সেই রাস্তার একাংশ নদীর দিকে ধসে গিয়েছে। রবিবার সকালে জিটিয়ের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, পর্যটকদের জন‍্য রক হিল এবং টাইগার হিল বন্ধ। তাতে পর্যটকদের সতর্কও করা হয়েছে। এ ছাড়াও, একাধিক নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


Share