Protest Sparks Assault

হবু স্ত্রীকে কটূক্তি, প্রতিবাদ করায় যুবককের কপালে জুটল মার, থানায় অভিযোগ দায়ের

হবু স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় অশোকনগরের বনবনিয়ায় বেধড়ক মারধরের শিকার যুবক। গুরুতর আহত সুমিত ভদ্র হাবরা হাসপাতালে ভর্তি। অভিযুক্ত হোটেল মালিক চাঁদ-সহ কয়েকজনের খোঁজে তল্লাশি শুরু পুলিশের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, অশোকনগর
  • শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ০১:০৩

হবু স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় অশোকনগরের বনবনিয়া এলাকায় এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার রাতে আক্রান্ত হন সুমিত ভদ্র। বর্তমানে তিনি হাবরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চোখ, মাথা-সমেত শরীরের একাধিক অংশে আঘাত রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে হাবরার এক তরুণী তাঁর হবু স্বামী সুমিতকে নিয়ে গাড়িতে করে অশোকনগরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বনবনিয়ার কাছে যানজটে তাঁদের গাড়ি আটকে পড়ে। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক ওই তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে এবং জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। হবু স্ত্রীকে লাঞ্ছিত হতে দেখে প্রতিবাদ করেন সুমিত। তা ঘিরেই শুরু হয় বচসা। অভিযোগ, এর পরেই সুমিতকে বেধড়ক মারধর করা হয়।

ঘটনার পর ওই তরুণী অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অভিষেক দে ওরফে চাঁদের, তাঁর সঙ্গে আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত অভিষেক দে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। কয়েকদিন আগেই অশোকনগরের একটি হোটেলে দেহ ব্যবসার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই হোটেলের মালিকও ছিলেন চাঁদ। তরুণীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।


Share