Murder Case

পারিবারিক অশান্তির জেরে ব্যারাকপুরে কাকার হাতে খুন নাবালক ভাইপো, গ্রেফতার অভিযুক্ত

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম সুন্দর বাল্মীকি। পুলিশ অভিযুক্ত কাকাকে গ্রেফতার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৪:৪৪

পারিবারিক বিবাদের জেরে নাবালক ভাইপোকে খুন করার অভিযোগ উঠেছে কাকার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েত এলাকার দেবপুকুরের নতুনপাড়ায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। সেখানে ভাইপোকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম ছোট্টু বাল্মীকি (১৫)। অভিযুক্ত কাকার নাম সুন্দর বাল্মীকি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সুন্দর বাল্মীকি এবং তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। শুক্রবার রাতেও মদ্যপ অবস্থায় তিনি বাড়ি ফেরেন। তারপর স্ত্রীর সঙ্গে অশান্তি চলে। একপর্যায়ে তিনি হাতে একটি ধারালো অস্ত্র তুলে নেন। তা দেখে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন তাঁর স্ত্রী। সেই সময়েই ঘটনাস্থলে পৌঁছোয় ছোট্টু।

পুলিশের প্রাথমিক অনুমান, স্বামী-স্ত্রীর ঝগড়ার মাঝে পড়ে রোষের শিকার হয় নাবালকটি। অভিযোগ, কাকা সুন্দর বাল্মীকি ছোট্টুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় ছোট্টুকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা ছোট্টুকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। সেখান থেকেই অভিযুক্ত সুন্দর বাল্মীকিকে গ্রেফতার করা হয়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share