Fire Incident

ভোররাতে গঙ্গাসাগর মেলায় ভয়াবহ আগুন! পুড়ে ছাই একাধিক অস্থায়ী ছাউনি, নিয়ন্ত্রণে আনে দমকলের দু'টি ইঞ্জিন

পুণ্যার্থীদের জন্য এই যাত্রী শেডগুলি নয়। গঙ্গাসাগর মেলায় প্রতি বছর যারা প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাঁদের জন্য প্রতিবছরই এখানে অস্থায়ী ছাউনি তৈরি হয়। এর মধ্যে পুলিশের ছাউনি রয়েছে, সংবাদমাধ্যমের ছাউনি, তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী ও আধিকারিকরা যেখানে থাকেন, সেই ছাউনি রয়েছে।

ভয়াবহ আগুন গঙ্গাসাগরে
নিজস্ব সংবাদদাতা, গঙ্গাসাগর
  • শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০১:০৬

ভোররাতে ভয়াবহ আগুন গঙ্গাসাগরে। সাগরমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরের দিনই অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একাধিক অস্থায়ী ছাউনি। এ দিন ভোররাতে ২ নম্বর স্নানঘাটে একাধিক অস্থায়ী ছাউনিতে প্রথম আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আশেপাশের ছাউনিতে আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং মোটরবাইক। ঘটনাস্থলে পৌঁছোন সাগরের বিডিও কানাইয়াকুমার রায়-সহ অন্যান্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা।

পুণ্যার্থীদের জন্য এই যাত্রী শেডগুলি নয়। গঙ্গাসাগর মেলায় প্রতি বছর যারা প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাঁদের জন্য প্রতিবছরই এখানে অস্থায়ী ছাউনি তৈরি হয়। এর মধ্যে পুলিশের ছাউনি রয়েছে, সংবাদমাধ্যমের ছাউনি, তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী ও আধিকারিকরা যেখানে থাকেন, সেই ছাউনি রয়েছে। এনজিওর কাজ করে যারা বজরং পরিষদ (যারা মূলত নিখোঁজদের খুঁজে দেন) এবং খাবারের ব্যবস্থা করে এরকম বেশকিছু ক্যাম্প রয়েছে ২ নম্বর স্নানঘাট বরাবর। আজ ভোর ৪টে থেকে সাড়ে ৪টে নাগাদ প্রথম একটি ছাউনিতে আগুন লাগে। মূলত প্লাস্টিক, বাঁশ দিয়ে ছাউনিগুলি তৈরি হয়।

সহজ দাহ্য হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অস্থায়ী ছাউনিগুলি গ্রাস করে নেয় আগুন। মেলা উদ্বোধনের পর পরিকাঠামোগত সুযোগ-সুবিধা চালু হয়ে গেছে। তারপরেই আজ ভোররাত থেকে এই বিপত্তি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আধ ঘণ্টা থেকে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের ২ টি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক। কিন্তু, ছাড়নিগুলি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গাসাগার পোস্টাল থানার পুলিশ, সাগরের বিডিও কানাইয়াকুমার রায় এবং অন্যান্য আধিকারিকরা।


Share