TMC Inner Clash

আবার উত্তপ্ত ভাঙড়, এ বার আরাবুলের পুত্র হাকিমুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ শওকত মোল্লার অনুগামিদের বিরুদ্ধে

যদিও শওকত মোল্লার অনুগামীদের পাল্টা দাবি, কয়েক দিন ধরে লাগাতার কুৎসা, অপপ্রচার করছে হাকিমুলেরা। রবিবারের সকালের ঘটনায় ক‍্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, “আমি বর্তমানে সাতগাছিয়ায় আছি। শেবাশ্রয়-২ ক‍্যাম্পে আছি। আমি জানি না কী হয়েছে। খবর নিয়ে দেখছি।”

ভাঙড়ে তৃণমূল বনাম তৃণমূল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ০৩:৩৮

আবার উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আরাবুল ইসলাম বনাম সওকত মোল্লার 'দ্বন্দ্বে' ধুন্ধুমার। সেখানে আরাবুলের পুত্র হাকিমুল ইসলামের গাড়িতে 'হামলা' চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আঙুল উঠেছে ক‍্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানা এলাকায়। গতকাল শনিবার আরাবুল ইসলাম ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বিদ‍্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ অদুত মোল্লার বাড়িতে কয়েক জন চড়াও হয়। তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন। রবিবার সকালে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল তাঁর বাড়িতে দেখা করতে যান।

খবর পেয়ে অদুতের বাড়ির বাইরে জড়ো হয় শওকত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা। অদুত মোল্লার বাড়ি থেকেই বেরোতেই শুরু হয় তৃণমূলের অপর গোষ্ঠীর বিক্ষোভ। হাকিমুলের গাড়ি ঘিরে রেখে দীর্ঘ ক্ষণ ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভের এক পর্যায়ে দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাঁর গাড়িতে হামালা চালানো হয়েছে বলে অভিযোগ। এমনকী, তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ক‍্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে উত্তেজনার মধ্যে বেরিয়ে যান জেলা পরিষদের সদস্য হাকিমুল ইসলাম।

তৃণমূল নেতা প্রদীপ মন্ডল বলেন, “সোনপুর থেকে কয়েকটি বাইক আমাদের অনুসরণ করছিল। এখানে আমরা নামতেই হাকিমুলকে মারধর শুরু করে। তারপরে আমায় টেনে নিয়ে গিয়ে পাইপ দিয়ে মারধর করেছে। পরপর ঘুষি মেরেছে।” তার প্রশ্ন, “আমি ব্লক তৃণমূলের কনভেনর। আমায় যদি এরকরম ভাবে মারে তাহলে সাধারণ কর্মীরা কোথায় যাবে।”

যদিও শওকত মোল্লার অনুগামীদের পাল্টা দাবি, কয়েক দিন ধরে লাগাতার কুৎসা, অপপ্রচার করছে হাকিমুলেরা। রবিবারের সকালের ঘটনায় ক‍্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, “আমি বর্তমানে সাতগাছিয়ায় আছি। শেবাশ্রয়-২ ক‍্যাম্পে আছি। আমি জানি না কী হয়েছে। খবর নিয়ে দেখছি।”


Share