Mysterious Death

সোনারপুরে পিকনিকে গিয়ে রহস্যমৃত্যু গাড়িচালকের, দেহ ফেলে পালানোর চেষ্টায় আটক পাঁচ জন

অসুস্থ হয়ে পড়ার পর ক্ষুদিরামকে হাসপাতালে না নিয়ে গিয়ে সঙ্গীরা রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় পুলিশ পাঁচ জনকে আটক করেছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৪:৪২

সোনারপুরে পিকনিক করতে এসে রহস্যমৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ক্ষুদিরাম মণ্ডল (৬০)। রবিবার সোনারপুর থানার অন্তর্গত ঘাসিয়াড়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, হঠাৎই ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থায় হাসপাতালে না নিয়ে গিয়ে সঙ্গীরা তাঁকে রাস্তায় ফেলে রেখে পালানোর চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই পাঁচ জনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্ষুদিরাম মণ্ডল টালিগঞ্জ এলাকার বাসিন্দা এবং পেশায় গাড়িচালক ছিলেন। রবিবার সকালে একটি গাড়িতে করে কয়েক জনের সঙ্গে তিনি ঘাসিয়াড়া এলাকায় পিকনিক করতে যান। পিকনিক শেষে ফেরার পথেই ক্ষুদিরাম আচমকা অসুস্থ হয়ে পড়েন। কিছু ক্ষণের মধ্যেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়।

অভিযোগ, গাড়িতে থাকা সঙ্গীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তাঁদের রুখে দেন। সোনারপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুদিরামকে উদ্ধার করে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


Share