South Eastern Railway

পর্যটকদের জন্য সুখবর, দিঘা–পাঁশকুড়া স্পেশাল ট্রেনের সময়সীমা বাড়াল দক্ষিণ-পূর্ব রেল

যাত্রীদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে দিঘা–পাঁশকুড়া স্পেশাল ট্রেনের সময়সীমা ১৬ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিঘা
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৬:১৩

নতুন বছরের শুরুতেই পর্যটকদের জন্য সুখবর দিল দক্ষিণ-পূর্ব রেল। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দিঘা–পাঁশকুড়া স্পেশাল ট্রেনের সময়সীমা আরও এক মাস বাড়ানো হল। রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে এই ট্রেন চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ এই ট্রেন চালু করা হয়েছিল। চালুর পর থেকেই যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সেই কারণেই দক্ষিণ-পূর্ব রেলের তরফে স্পেশাল ট্রেনটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ০৮১১৭ আপ স্পেশাল ট্রেনটি প্রতিদিন সকাল সাতটায় পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে সকাল ৯টা ২০ মিনিটে দিঘায় পৌঁছোয়। অন্যদিকে, ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল সাড়ে নয়টায় দিঘা থেকে ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছয়। এই ট্রেনটি যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ায়। ফলে শুধু দিঘা নয়, মন্দারমণি ও তাজপুরে যেতে ইচ্ছুক পর্যটকরাও এই ট্রেনের মাধ্যমে সহজে যাতায়াত করতে পারবেন বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। উৎসবের মরশুম, বছরের শুরু হোক বা শেষ, রাজ্যবাসীর কাছে দিঘা বরাবরই অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

পাঁশকুড়া–হলদিয়া–দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ কুমার ঘড়া বলেন, “রেলের এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত খুশি। দিঘায় পর্যটকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই ট্রেন চালু থাকলে সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকরাও অনেক বেশি উপকৃত হবেন।”


Share