Weather Update

আগামী কয়েক দিনের মধ‍্যে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা, জানিয়ে দিল হাওয়া অফিস

কলকাতায় আপাতত আগামী ৫–৬ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২–১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আরও কয়েক দিন শহরে শীতের ভরপুর আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম।

তিন চারদিন শীত থাকলেও, তারপর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:২৫

মকর সংক্রান্তির দিন জাঁকিয়ে শীত পড়বে এমনটাই মনে করেছিল অনেকে। কিন্তু তা হয়নি। পূর্বাভাস ছিল ‘উত্তুরে’ হাওয়া আরও একবার তীব্র হয়ে উঠবে পৌষ থাকতে থাকতেই। সেটাও মেলেনি। বুধবার নিঃশব্দেই পৌষ পেরিয়ে মাঘে ঢুকে পড়ল শীত। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী তিন-চার দিন শীত বজায় থাকলেও তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নীচেই থাকবে পারদ। অর্থাৎ মাঘ মাসের শুরুর ক’দিন জাঁকিয়ে শীত পড়বে। সক্রিয় থাকবে উত্তুরে হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও ঠান্ডার আমেজ থাকবে। পশ্চিমের বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। তবে রবিবার থেকেই ঠান্ডা আবহাওয়া কমতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালবেলা কুয়াশার দাপট থাকবে। যদিও বেলা বাড়লে কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যাবে। বিশেষত, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট তুঙ্গে থাকবে। দার্জিলিং–সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ২ ঠেলে ৪ ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।  আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। তবে কুয়াশার দাপট আরও বাড়বে চলতি সপ্তাহে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার সহ সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে।

কলকাতায় আপাতত আগামী ৫–৬ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২–১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আরও কয়েক দিন শহরে শীতের ভরপুর আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম।


Share