Special Intensive Revision

এসআইআর শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত চাকুলিয়া, বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, জখম থানার আইসি

জানা গিয়েছে, প্রথম দফায় শুনানির পরে ভোটারদের জমা দেওয়া নথিতে ত্রুটি দেখা যায়। সেই কারণে চাকুলিয়া এলাকার ওই সমস্ত ভোটারদের ফের শুনানির জন্য নোটিস জারি করে নির্বাচন কমিশন।

রণক্ষেত্র চাকুলিয়া।
নিজস্ব সংবাদদাতা, চাকুলিয়া
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৫:৫৫

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এসআইআর-এর শুনানির নোটিস দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। সেখানে তৃণমূলের বিরুদ্ধে বিডিও অফিসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় চাকুলিয়া থানার আইসি ঘটনায় গুরুতর জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জানা গিয়েছে, প্রথম দফায় শুনানির পরে ভোটারদের জমা দেওয়া নথিতে ত্রুটি দেখা যায়। সেই কারণে চাকুলিয়া এলাকার ওই সমস্ত ভোটারদের ফের শুনানির জন্য নোটিস জারি করে নির্বাচন কমিশন। এই নতুন নোটিস জারির ঘটনাকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে, এমন অভিযোগ তুলে স্থানীয় তৃণমূলের কর্মীরা হট্টগোল শুরু করেন। বৃহস্পতিবার সকাল থেকেই চাকুলিয়া ব্লকের কাহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তৃণমূল কর্মীরা। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এর এক পর্যায়ে কয়েক জন বিডিও অফিসে ঢুকে পড়ে। এর পরেই ব‍্যপক ভাঙচুর চালায় বলে অভিযোগ।

বিক্ষোভ ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে নামে র‍্যাফ। পরিস্থিতির মাঝে পড়ে চাকুলিয়া থানার আইসিও গুরুতর যখম হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, তাঁর মাথায় আঘাত লেগেছে তাঁর। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসলামপুর পুলিশ জেলা-সহ পার্শ্ববর্তী সব থানায় হাই এলার্ট জারি করা হয়েছে।


Share