Fake Loan Scam

ভুয়ো নথিতে ৩৫ লক্ষ টাকার গৃহঋণ, ব্যাঙ্কের অনুমোদিত এজেন্ট তবরেজ খান-সহ গ্রেফতার ৪

ভুয়ো নথিতে ৩৫ লক্ষ টাকার গৃহঋণ নিয়ে প্রতারণার অভিযোগে পাটুলি থেকে গ্রেফতার ব্যাঙ্কের অনুমোদিত এজেন্ট তবরেজ খান। লালবাজার সূত্রে দাবি, চক্রের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত ছিলেন তিনি।

তাবরেজ খান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৪:৫২

ভুয়ো নথি দেখিয়ে ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকা ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। ধৃতের নাম তবরেজ খান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জালিয়াতি চক্রের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তিনি। এর আগে এই মামলায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।

হেয়ার স্ট্রিট থানায় গত ২৮ জুন একটি বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক সইফ আলি বিলাল অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে একাধিক ব্যক্তি জাল নথি জমা দিয়ে ওই ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকার গৃহঋণ নেন। এরপর ঋণের কোনও কিস্তিই পরিশোধ করা হয়নি।

অভিযোগের তদন্তে নেমে পুলিশ গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় পাটুলি থানা এলাকার গাঙ্গুলিবাগান থেকে তবরেজ খানকে গ্রেফতার করে। এই মামলায় আগেই নীলাঞ্জন মুখোপাধ্যায়, বসুজিৎ বন্দ্যোপাধ্যায় ও সুব্রত দাশগুপ্ত নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের দাবি, তবরেজ খান ওই বেসরকারি ব্যাঙ্কের অনুমোদিত এজেন্ট হিসেবে কাজ করতেন। সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে তিনি ঋণ পাইয়ে দিতে সহায়তা করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে।


Share