Accident

স্কুলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, সোনারপুরে প্রাণ হারাল স্কুল পড়ুয়া, জখম দু'জন

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে স্কুলে যাওয়ার সময় পথদুর্ঘটনায় প্রাণ হারাল ১১ বছরের পড়ুয়া স্মৃতি তরফদার। ব্যাটারিচালিত স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় এমন বিপত্তি। তার দুই দিদিও গুরুতর জখম হয়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সোনারপুর
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১১:০৫

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে মঙ্গলবার সকালে পথদুর্ঘটনায় প্রাণ হারাল ১১ বছরের এক স্কুল পড়ুয়া। মৃতের নাম স্মৃতি তরফদার। সে সোনারপুরের বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। দুর্ঘটনায় তার দুই দিদি গুরুতর জখম হয়েছে। সোনারপুরের দিদিমণি বাসস্টপেজ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্মৃতি তার দিদির ব্যাটারিচালিত স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিল। সঙ্গে ছিল আরও এক দিদি। তাঁরা তিন জনেই নাবালিকা। বাসস্টপেজের কাছে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই বিপত্তি। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে স্কুটি-সহ তিন জনই রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান। দু’জনকে পুকুর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু স্মৃতিকে তখনও খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণ পরে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, স্মৃতির বড় দিদি দিশা তরফদার। তিনি একাদশ শ্রেণির ছাত্রী। নিয়মিত ব্যাটারিচালিত স্কুটারে করেই দুই বোনকে নিয়ে স্কুলে যাতায়াত করতেন। তাদের সঙ্গে একই স্কুলে পড়ুয়া তুতো বোন শ্রুতি তরফদারও প্রতিদিন যাতায়াত করত। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।


Share