Special Intensive Rivision

এসআইআর-এর শুনানির ক্ষেত্রে বৈধ নথি হিসেবে গ্রহণ হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের

ভোটার তালিকার নিবিড় সংশোধনে শুনানির বৈধ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রথমবার ভোটারদের সমস্যা হতে পারে বলে মত প্রশাসনের একাংশের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৯:৩৬

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানিতে বৈধ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে চিঠি দিয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়।

এসআইআর-এর শুনানির জন্য পূর্বেই ১৩ নথির কথা উল্লেখ করেছিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়েছিল। তার পরে নির্বাচন কমিশনের কাছে সিইও দফতর প্রস্তাব পাঠায়। কমিশন মনে করছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করা যাবে না। তাই সেই প্রস্তাব খারিজ করে দিল কমিশন।

উল্লেখ্য, এসআইআর-এর শুনানির জন্য যে ১৩ টি নথি গ্রহণযোগ্য সেগুলি হল বার্থ সার্টিফিকেট, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের নথি, পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র, সরকারের দেওয়া জমির নথি, আধার কার্ড, বিহারের এসআইআর-এর নথি, কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, স্থায়ী বাসিন্দা শংসাপত্র, জাতীয় নাগরিক তালিকায় নাম, বনাধিকারের শংসাপত্র, এসসি-এসটি বা ওবিসি শংসাপত্র।

কমিশন মনে করছে, এই সিদ্ধান্তে বিশেষ করে প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তাঁরা এ ক্ষেত্রে অন‍্য নথি জমা দিতে পারবেন। কমিশনের অবস্থান, নথি যাচাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে এই নিয়ম জরুরি।


Share