Video of Councilor Taking Money Goes Viral

মহিলা কাউন্সিলরের টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল, রাস্তা তৈরির টাকা দাবি সোমা ঢালীর

ভিডিয়োতে দেখা গিয়েছে, সোমা ঢালিকে দাসকে দু'ই লক্ষ টাকা দিচ্ছেন এক মহিলা। সেই টাকা গোনার জন্য সোমা সেই টাকা দিলেন পাশে থাকা এক ব্যক্তিকে। যিনি একজন ঠিকাদার।

টাকা নিচ্ছেন মহিলা কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা, গয়েশপুর
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১২:২১

কাউন্সিলরের কীর্তিতে তোলপাড় নদিয়ার গয়েশপুর। সম্প্রতি গয়েশপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের মহিলা কাউন্সিলর সোমা ঢালী দাসের একটি ভিডিয়ো ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, সোমা ঢালিকে দাসকে নগদ দু’লক্ষ টাকা দিচ্ছেন এক মহিলা। গোনার জন্য সোমা সেই টাকা দিলেন পাশে থাকা এক ব্যক্তিকে। অভিযোগ তিনি স্থানীয় একজন ঠিকাদার। 

যদিও তৃণমূলনত্রী সোমা ঢালী দাসের দাবি, গয়েশপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনাথ কলোনিতে রাস্তা তৈরির জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন। সেই টাকা পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায় আমাকে আর ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের মহিলা কাউন্সিলর টুম্পা দে-কে আনতে বলেছিলেন। সেই টাকা আনতে গিয়েই টুম্পা ভিডিয়েটা তুলেছে বলে অভিযোগ। তাঁর আরও দাবি, সভাপতির সাথে রয়েছি বলে চেয়ারম্যান তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।

যদিও টুম্পা দে-র দাবি, পুরসভার চেয়ারম্যান এরকম কোনও নির্দেশ দেননি। আমি সেখানে ছিলাম না। সম্পূর্ণ মিথ্যা দোষারোপ করছেন তৃণমূল কাউন্সিলর সোমা ঢালী দাস, এমনই দাবি করেছেন আরেক দলীয় কাউন্সিলর টুম্পা। গয়েশপুর শহর তৃণমূলের সভাপতির বক্তব্য, সোমা আমাকে বিষয়টি জানিয়েছে।  ওটা কয়েক মাস আগের ভিডিয়ো। ওঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবুও বিষয়টি খতিয়ে দেখব। 

যার বাড়িতে টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সেই মিনা বিবির বলেন, “টাকাটা এলাকার রাস্তা তৈরির টাকা। টুম্পা ও সোমা দুই কাউন্সিলার টাকাটা নেওয়ার সময় উপস্থিত ছিলেন।”


Share    

TMC