Narendra Modi

মোদীর জেলা সফরের আগেই তৃণমূলপন্থী মতুয়া কর্মীদের বিক্ষোভ, হাতে প্লাকার্ড নিয়ে, 'গো ব্যাক' স্লোগান

নরেন্দ্র মোদীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল মতুয়া সম্প্রদায়ের একাংশ। হাতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি সকাল থেকেই একাধিক জায়গায় 'গো ব্যাক' লেখা পোস্টার পড়েছে।

প্রধানমন্ত্রী আসার আগে বাদকুল্লায় বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১২:১২

আর কিছু ক্ষণের মধ্যেই নদিয়ার তাহেরপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই জনসভা এবং সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আসার আগেই হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান কয়েক জন। রাস্তায় লাগানো হয়েছে ‘গো ব‍্যাক’ লেখা পোস্টারও।

শনিবার নরেন্দ্র মোদীকে দেখে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার জন‍্য জড়ো হয় কয়েক জন মহিলা। স্থানীয় সূত্রের খবর, তাঁরা তৃণমূল কর্মী। বাদকুল্লায় তাঁরা একসঙ্গে বিক্ষোভ দেখান। যদিও পুলিশ পরে তাঁদের সরিয়ে দিয়েছে। পাশাপাশি সকাল থেকেই একাধিক জায়গায় 'গো ব্যাক' লেখা পোস্টার পড়েছে।

তাদের মূলত দাবি, এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটার তালিকা থেকে অসংখ্য পরিবারের নাম বাদ গিয়েছে। মতুয়া সম্প্রদায়কে কার্যত হেনস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা তুলে ধরতেই তাদের এই বিক্ষোভ বলে জানিয়েছে তাঁরা।


Share