Mob Lynching

মসজিদের সামনে তৃণমূল নেতাকে ল‍্যাম্পপোস্টে বেঁধে গণপিটুনি ময়নায়, গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে

ময়না থানায় ছ’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কী ঘটেছিল, তা জানতে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে পুলিশ। অভিযোগপত্রে নাম থাকা দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

জখম তৃণমূল নেতার নাম সন্দীপন দাস।
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০২:৩১

অসামাজিক কাজে বাধা দেওয়ায় তৃণমূল নেতাকে গণপিটুনির অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের ময়নার একটি মসজিদের সামনে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ব‍্যক্তি পঞ্চায়েত সমিতির তৃণমূলের বন ও ভূমি কর্মাধ্যক্ষ। অভিযোগ, কয়েক জন যুবক তাঁর ওপর চড়াও হয়। সবাই মিলে ল‍্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জখম তৃণমূল নেতার নাম সন্দীপন দাস। তিনি ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূলের বন ও ভূমি কর্মাধ্যক্ষ। পরিবার সূত্রের খবর, শুক্রবার রাতে সন্দীপন এবং তাঁর সঙ্গীরা খেলা দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় একটি মসজিদের সামনে কয়েক জন দুষ্কৃতী সন্দীপের পথ আটকায়। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। দুষ্কৃতীরা আরও লোক ডাকে। এক পর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে মসজিদের সামনেই একটি ল‍্যাম্পপোস্টে দড়ি দিয়ে বাঁধা হয়। এর পরেই বেধড়ক মারধর করা হয়।

ময়না থানায় খবর যায়। প্রায় আধ ঘন্টা পরে পুলিশ সন্দীপন দাসকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাঁর শরীরের একাধিক আঘাত রয়েছে। সেখানে সন্দীপনের শারীরিক অবস্থার অবনতি হলে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ময়না থানায় ছ’জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কী ঘটেছিল, তা জানতে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে পুলিশ। অভিযোগপত্রে নাম থাকা দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 


Share