Road Accident

মায়াপুর ফেরার পথে কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা, যাত্রীবোঝাই ট্রাক ও ছোট গাড়ির ধাক্কায় জখম ৩০ জন

মায়াপুর থেকে হুগলি ফেরার পথে কৃষ্ণনগরের দিগনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। জোড়া সংঘর্ষে মহিলা ও শিশুসহ কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগরে
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৩:২৮

মায়াপুর থেকে হুগলি ফেরার পথে এক ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার কৃষ্ণনগরে। যাত্রীবোঝাই একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ছোট গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন যাত্রী জখম হয়েছেন। কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে যাত্রী বোঝাই একটি ছোট ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা গাছে সজোরে ধাক্কা মারে। ঘটনায় পিছনে থাকা অন্য গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে ছোট ট্রাকটিকে ধাক্কা মারে। এই জোড়া ধাক্কার অভিঘাতে ট্রাকে থাকা প্রায় ৩০ জন মহিলা ও শিশু-সহ সকলেই কমবেশি আহত হয়। প্রত্যেককে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় জড়িত দু’টি গাড়িকেই আটক করা হয়েছে। তবে পিছন দিক থেকে ধাক্কা দেওয়া গাড়ির চালক ঘটনার পর থেকেই পলাতক।


Share