Special Intensive Revision

আজ থেকে শুরু এসআইআর-এর শুনানি পর্ব, শান্তিপুর বিডিও অফিসে ভিড়

প্রসঙ্গত, এসআইআরের এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়ার কাজ অনেক আগেই শেষ হয়েছে। এরপর শুরু হয়েছে শুনানি পর্ব। যাদের নাম ২০০২ এর ভোটার লিস্টে পাওয়া যায়নি তাঁদের নির্দিষ্ট প্রমাণ পত্র দিত হবে। রাজ্য জুড়ে ৩ হাজার ২৩৫ টি টেবিলে শুনানি পর্ব হচ্ছে। ২৫ জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করতে হবে।

শান্তিপুর বিডিও অফিস।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৯

শনিবার থেকে রাজ্যে এসআইআর-এর শুনানি পর্ব শুরু হয়েছে। আর এই শুনানিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ভিড় নদিয়ার শান্তিপুর বিডিও অফিসে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে জুড়ে মোট ৩ হাজার ২৩৪ টি টেবলে শুনানি হচ্ছে। ২০০২ সালের ভোটার লিস্টে নেই এবং ম্যাপিং -এর ক্ষেত্রে গোলযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এমন নাগরিকদের হেয়ারিং এর জন্য সমন পাঠিয়েছে নির্বাচন কমিশন।

শান্তিপুর ব্লকের অন্তর্ভুক্ত যে সমস্ত মানুষ এই শুনানিতে নোটিস পেয়েছেন তাদের শনিবার থেকে শান্তিপুর বিডিও অফিসে শুনানি পর্ব শুরু হয়। আজ থেকে শুরু হওয়া এই শুনানি পর্বে যোগ দিতে বহু মানুষ বিডিও অফিসে এসেছেন। সমস্ত বিষয় যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়। তার জন্য বিডিও অফিস চত্বরে পুলিশের প্রহরা ছিল। এ দিন গোটা প্রক্রিয়া খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন এসডিও, বিডিও-সহ জেলা বিভিন্ন আধিকারিকরা।

প্রসঙ্গত, এসআইআর-এর এনুমারেশন ফর্ম দেওয়া নেওয়ার কাজ অনেক আগেই শেষ হয়েছে। এরপর শুরু হয়েছে শুনানি পর্ব। যাদের নাম ২০০২ এর ভোটার লিস্টে পাওয়া যায়নি তাঁদের নির্দিষ্ট প্রমাণ পত্র দিত হবে। রাজ্য জুড়ে ৩ হাজার ২৩৫ টি টেবিলে শুনানি পর্ব হচ্ছে। ২৫ জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করতে হবে।


Share