Bangladesh Turmoil

বাংলাদেশের হিন্দু নিধনের প্রতিবাদ এ বার নদিয়ায় রানাঘাটেও

বুধবার, বাংলাদেশ দিপু দাসের উপর নারকীয় হত্যার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। রানাঘাট ফ্রেন্ডস ক্লাব থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি রানাঘাটের গুরুত্বপূর্ণ রাস্তা গুলো প্রদক্ষিণ করে।

বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে মিছিল।
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট
  • শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৭:২৩

বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদের ঢেউ এদেশেও আছড়ে পড়েছিল। হাওড়া ব্রিজ থেকে শুরু করে শহর কলকাতার বিভিন্ন জায়গায় হিন্দু পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। তার আঁচ এ বার পড়ল জেলায় জেলায়। এই ঘটনার প্রতিবাদে রানাঘাট ফ্রেন্ডস ক্লাব থেকে একটি মিছিল সংগঠিত হয়েছে। 

বুধবার, বাংলাদেশ দিপু দাসের উপর নারকীয় হত্যার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল। রানাঘাট ফ্রেন্ডস ক্লাব থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি রানাঘাটের গুরুত্বপূর্ণ রাস্তা গুলো প্রদক্ষিণ করে। তাঁদের দাবি, ইসলামিক মৌলবাদ বাংলাদেশে যে বর্বরচিত অত্যাচার চলছে তার বিরুদ্ধেই তাঁদের এই মিছিল। 

বঙ্গীয় হিন্দু সুরক্ষার এক কর্মী বলেন, " ভারত এবং পশ্চিমবঙ্গে যেন মৌলবাদ মাথা তুলে না দাঁড়াতে পারে তার জন্যই এই মিছিল সংগঠিত হচ্ছে। আর যদি দাঁড়ায় তবে তাঁদের মাথা গুড়িয়ে দেওয়া হবে।" 


Share