Gold Chain Snatching

মুখ্যমন্ত্রীর সভা থেকে চুরি যাওয়া সোনার হার উদ্ধার করল পুলিশ, গ্রেফতার এক মহিলা

গত ১১ তারিখ নদীয়ার কৃষ্ণনগরে জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রচুর সংখ্যক তৃণমূল মহিলা সমর্থকদের মধ্যে ভীমপুর থানা এলাকার বেশ কয়েকজন মহিলা বসেছিল। সেই সময় তাদের গলা থেকে সোনার অলংকার ছিনতাই হয়ে যায়।

কৃষ্ণনগর কোতোয়ালি থানা
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর
  • শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০২:৫৬

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এসে গলার হার ছিনতাই হয়েছিল কয়েক জন মহিলার। তার পরেই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে বসেই কাঁদতে বসে গিয়েছিলেন তাঁরা। এ বার ছিনতাই হয়ে যাওয়া সোনার হার উদ্ধার করল পুলিশ। অভিযুক্ত এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রীর সভা থেকে সোনার হার ছিনতাই হওয়ায় সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্য জুড়ে।

গত ১১ তারিখ নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভীমপুর থানা এলাকার বেশ কয়েক জন মহিলা সমর্থক এসেছিলেন। সেই সময় কেউ বা কারা তাদের গলা থেকে সোনার হার ছিনতাই করে নেয়। এর পরেই কান্নায় ভেঙে পড়ে মহিলারা। সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। অবশেষে চার দিনের মধ্যে ছিনতাই হয়ে যাওয়া সোনার হার উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। 

পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলা ঝাড়খণ্ডের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর জনসভা থেকে চুরির ঘটনায় সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্য জুড়ে। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতৃত্বদের। অন্যদিকে, এই চুরির ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তার তদন্ত করছে।


Share