Road Accident

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা যাত্রীবাহী বাসের, আহত জখম ১২

সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এলাকায় পর্যটকবোঝাই একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফর্মারে ধাক্কা মারলে অন্তত ১২ জন যাত্রী আহত হন, যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুতরদের ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনাগ্রস্থ গাড়ি
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:২৭

ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস। সোমবার সকাল ৭টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার বওড়া থানা এলাকার চন্দ্রকোণা–রামজীবনপুর রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বাসটি দিঘা থেকে হুগলির কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকাল থেকেই এলাকাজুড়ে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। সেই কুয়াশার মধ্যেই বাসের চালক রাস্তা স্পষ্টভাবে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ও ইলেকট্রিক ট্রান্সফর্মারে সজোরে ধাক্কা মারে।ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় চন্দ্রকোণা থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে চার জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনার জেরে ওই রাজ্য সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধার করে রাস্তা পরিষ্কার করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যান চলাচল শুরু হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


Share