Mysterious Death

লিচু বাগানে পড়ে রয়েছে মায়ের রক্তাক্ত মৃতদেহ, আঁকড়ে ধরা অবস্থায় উদ্ধার শিশু

মুর্শিদাবাদের শমসেরগঞ্জে লিচু বাগান থেকে এক তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃত মায়ের দেহ আঁকড়ে ধরে আহত অবস্থায় উদ্ধার হয় তাঁর তিন বছরের শিশুপুত্র। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে ওই তরুণীকে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শমসেরগঞ্জ
  • শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৩:৩৫

মুর্শিদাবাদের শমসেরগঞ্জে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এক ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। একটি লিচু বাগানের মধ্যে পড়ে থাকতে দেখা যায় এক তরুণীর রক্তাক্ত মৃতদেহ। মৃত মায়ের দেহ আঁকড়ে ধরে মাটিতে পড়ে ছিল তার তিন বছরের শিশুপুত্র।

সকাল সাতটা নাগাদ শমসেরগঞ্জে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ গিয়ে দেখে, অর্ধনগ্ন অবস্থায় ওই তরুণীর দেহ পড়ে রয়েছে। শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মুখ, গলা, পিঠ ও হাতে গভীর ক্ষত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণীর বয়স আনুমানিক ২৬ থেকে ২৮ বছর। 

দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুন করেছে। তারপর লিচু বাগানে ফেলে রেখে পালিয়ে গিয়েছে। সেই সময় শিশুটিও গুরুতর জখম হয়। অনুমান, কোলে সন্তান থাকা অবস্থাতেই তাঁকে আঘাত করা হয়েছে।

আহত শিশুটিকে উদ্ধার করা হয়। তাঁকে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, শিশুটির মুখ, গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। জানা গিয়েছে, অস্ত্রোপচার করে ক্ষতস্থান সেলাই করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে। অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বলেন, “পুলিশ শিশুটিকে যখন নিয়ে আসে, তখন সে প্রায় অচৈতন্য অবস্থায় ছিল। দীর্ঘ সময় অস্ত্রোপচার করে আঘাত মেরামত করা হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত।”

পুলিশের অনুমান, ভোর চারটে থেকে সাড়ে চারটার মধ্যে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে মৃত তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানাচ্ছে, পরিচয় জানা গেলে খুনের কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শমসেরগঞ্জে থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।


Share