Molestation

চাকরিতে যোগ দিতে এসে শ্লীলতাহানীর স্বীকার তরুণী! অভিযুক্তকে মারধর স্থানীয় বাসিন্দাদের, তদন্তে পুলিশ

স্থানীয় বাসিন্দারা ঘটনার ব্যাপারে জানতে পেরে সংস্থার অফিসে চড়াও হয়। অভিযুক্তকে চড়থাপ্পড় মারা হয়। তরুনীর বাবা এসে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০৮:০০

রিসেপশনিস্টের চাকরিতে যোগ দিতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শিকার তরুণীর। ঘটনাটি ঘটেছে, চুঁচুড়া স্টেশন রোডে একটি কোচিং সেন্টারে। অভিযুক্ত কোচিং সেন্টারের কর্নধারকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে।

জানা গেছে, টেলিফোন মারফত ডাক পেয়ে গতকাল শুক্রবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ভদ্রেশ্বরের তরুনী। তরুনী জানান গতকাল তার মা সঙ্গে ছিলেন। সব কিছু ঠিক হওয়ার পর আজ কাজে যোগ দেওয়ার দিন ছিল। সেইমতো আজ সকালে একাই কাজে যোগ দিতে আসেন তরুনী। সংস্থার কর্ণধার শ্যামল দাস সে সময় সেন্টারে একাই ছিলেন।

তরুনীকে কাজ বুঝিয়ে দেওয়ার অছিলায় খারাপ স্পর্শ করতে শুরু করেন। ঘরের আলো নিভিয়ে ছিটকানি বন্ধ করে দিয়ে শ্লীলতাহানী করেন বলেও অভিযোগ। তরুনী ভয় পেয়ে কোনও ভাবে দরজার ছিটকানি খুলে দৌড়ে বেরিয়ে আসেন খালি পায়ে। ছুটতে ছুটতে চুঁচুড়া স্টেশনে পৌঁছে যান। এরপর এক টোটো চালকের সাহায্যে ওই এলাকার দুই মহিলাকে গোটা ঘটনা জানান। তার ব্যাগ জুতো মোবাইল সব সেন্টারেই পরে ছিল। এরপর ওই মহিলারা তরুনীর বাড়িতে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা ঘটনার ব্যাপারে জানতে পেরে সংস্থার অফিসে চড়াও হয়। অভিযুক্তকে চড়থাপ্পড় মারা হয়। তরুনীর বাবা এসে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।


Share