Road Blocks At Midnapore

গভীর রাতে মেদিনীপুর শহরে দুষ্কৃতীদের তাণ্ডব, বাঁশ-লাঠি নিয়ে ভাঙচুর, প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের

স্থানীয়েরা শহরে ঢোকার মুখে রাস্তাতেই বসে পড়ে পথ অবরোধ করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। অবরোধকারীদের সাথে পুলিশ কথা বলে অবরোধ সরিয়ে দেন। গোটা ঘটনা নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

দুস্কৃতীদের গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর
  • শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:৫৭

গভীর রাতে মেদিনীপুর শহরের নতুন বাজার সংলগ্ন মিনি মার্কেট এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডব। বাঁশ-লাঠি নিয়ে বাড়ি ভাঙচুর। রবিবার সকালে এই ঘটনার প্রতিবাদে স্থানীয়েরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। বেশ কিছু ক্ষণ রাস্তায় বসে অবরোধ করেন।

এলাকার মহিলাদের অভিযোগ, স্থানীয় একটি ক্লাবে রাত হলেই মদ ও জুয়ার আড্ডা বসছে। আর গভীর রাতে সেই ক্লাব থেকে লোকজন বাইরের বেরিয়েই গোটা এলাকায় তাণ্ডব চালাচ্ছে। বাড়ির মহিলাদের অশালীন ভাষায় কটুক্তি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে ভয় দেখানোও হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, কয়েক জন যুবক হাতে বাঁশ লাঠি নিয়ে বাড়ি ভাঙচুর করছে। ঘটনাটি শনিবার রাতে হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

স্থানীয়েরা জানিয়েছেন, গত বেশ কিছুদিন ধরেই তাঁরা এই সমস্যায় অতিষ্ঠ হয়ে পড়েছেন। এই সমস্যা নিয়ে বিভিন্ন জায়গায় তাঁরা অভিযোগ জানিয়েছেন। অভিযোগ, তাতে সমস্যার সমাধান হওয়া তো দূরের কথা, ফের গতকাল রাতে নতুন করে এলাকায় দুষ্কৃতি তাণ্ডব চালিয়েছে। 

রবিবার সকালে এরই প্রতিবাদে স্থানীয়েরা ওই  ক্লাবে তালা লাগিয়ে দেন। সকাল থেকেই  মহিলা-সহ সাধারণ বাসিন্দাদের মধ্যে ক্ষোভের দানা বাঁধে। বিক্ষোভ দেখান মহিলারা। তার পরেই স্থানীয়েরা শহরে ঢোকার মুখে রাস্তাতেই বসে পড়ে পথ অবরোধ করেন। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। অবরোধকারীদের সাথে পুলিশ কথা বলে অবরোধ সরিয়ে দেন। গোটা ঘটনা নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।


Share