Jafrabad Murder Case

জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ১৩ জন, মঙ্গলবার রায় ঘোষণা করবে জঙ্গিপুর আদালত

জাফরাবাদে খুনের মামলার শুনানি শেষ হয় গত সপ্তাহে। এ দিন ১৩ জনের মধ্যে ১৩ জনকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। আগামীকাল মঙ্গলবার এই খুনের মামলায় দোষীদের সাজা ঘোষণা করবেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর
  • শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ০১:১৫

ওয়াকফ আইনের বিরোধিতার আবহে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় বাবা-ছেলেকে কুপিয়ে হত‍্যাকান্ডে ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। আগামীকাল মঙ্গলবার তাঁদের সাজা ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। বিচারকের পর্যবেক্ষণ, এই হত‍্যাকান্ডের ঘটনা রাজনৈতিক নয়। ব‍্যক্তিগত রোষে ওই খুনের ঘটনা ঘটেছিল।

গত ১২ এপ্রিল মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে কুপিয়ে হত‍্যা করে দুষ্কৃতীরা। ঘটনার পরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তোলে বিজেপি। ঘটনায় পুলিশ আগেই জানিয়েছিল, এই ঘটনা রাজনৈতিক নয়। বরং ব‍্যক্তিগত কারণে বাবা-ছেলেকে খুন করেছে দুষ্কৃতীরা। সূত্রের খবর, চার্জশিটেও পুলিশ একই দাবি করেছে। তবে এফআইআরে নাম থাকা ১৩ জনের মধ্যে ১৩ জনকেই গ্রেফতার করেছিল পুলিশ।

জাফরাবাদে খুনের মামলার শুনানি শেষ হয় গত সপ্তাহে। এ দিন ১৩ জনের মধ্যে ১৩ জনকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। আগামীকাল মঙ্গলবার এই খুনের মামলায় দোষীদের সাজা ঘোষণা করবেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। আসামিদের আইনজীবী সাজা ঘোষণার আগেই জানিয়েছেন, প্রয়োজনে হাই কোর্টে যাবেন তাঁরা। সরকারি আইনজীবী জানিয়েছেন, ঘটনার ৫৫ দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে চার্জশিট পেশ করা হয়। তার প্রেক্ষিতে তাঁরা দ্রুত শুনানির আবেদন করেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, ঘটনার দিন ঘরের ভিতর থেকে বাবা-ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়।

রাজ‍্য পুলিশের ডিআইজি পদমর্যদার আধিকারিকের নেতৃত্বে এই মামলার তদন্ত হয়েছে। খুনের ঘটনায় মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকি ভিন্‌রাজ্য থেকেও অভিযুক্তদের ধরে এনে বিচারের মুখোমুখি করতে সাফল্য পেয়েছে পুলিশ।


Share