Bus Accident

পিংলার ভয়াবহ দুর্ঘটনা, মুন্ডুমারিতে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

মৃত দুই যুবকের নাম, হুরাই রা (২০) এবং আসাদুল মলিডা (২০)। দু’জনই পাঁশকুড়া থানার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, বাসের গতি যথেষ্ট বেশি ছিল। বাসের চালক পলাতক।

পশ্চিম মেদিনীপুরের পিংলায় দুর্ঘটনা
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ০৩:৫১

পশ্চিম মেদিনীপুরের পিংলায় দুর্ঘটনা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে আসছিল। সেই সময় একটি মোটরবাইকে ধাক্কা মারে। বাসের চাকায় পিষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।

জানা গিয়েছে, বালিচক থেকে সবংয়ের দিকে যাচ্ছিল একটি বাস। একই সময় ময়নার দিক থেকে বালিচকের দিকে একটি মোটরবাইক আসছিল। তাতে দু’জন যুবক ছিলেন। মুন্ডুমারি তিন মাথার মোড়ের কাছে এলে সজোরে মোটরবাইকটিকে ধাক্কা মারে। এর জেরে দু’জনই বাসের চাকার নীচে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। অপর জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পিংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। 

মৃত দুই যুবকের নাম, হুরাই রা (২০) এবং আসাদুল মলিডা (২০)। দু’জনই পাঁশকুড়া থানার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, বাসের গতি যথেষ্ট বেশি ছিল। তাদের আরও অভিযোগ, বাসের গতি নিয়ন্ত্রণের ব‍্যপারে উদাসীন। দুর্ঘটনার পর বাসটিকে আটক করেছে পিংলা থানার পুলিশ। বাসচালক ঘটনাস্থল থেকে পলাতক। তাঁর খোঁজ শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


Share