Firearms Recovery

রানিতলায় চাষের জমি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, বাজেয়াপ্ত করল পুলিশ, গ্রেফতার এক

মুর্শিদাবাদের রানিতলায় ভান্ডারা এলাকার ওই পাম্প হাউসের বিষয়ে বুধবার সন্ধ্যায় খবর যায় পুলিশের কাছে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ওই পাম্প হাউসে সন্দেহজনক কিছু গতিবিধি রয়েছে। বেআইনি ভাবে সেখানে অস্ত্র মজুত করা হয়েছে বলেও খবর পায় রানিতলা থানার পুলিশ।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদে
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৯:৫৬

মুর্শিদাবাদে চাষের জমির মাঝে পাম্প হাউসে লুকিয়ে রাখা ছিল আগ্নেয়াস্ত্র। বুধবার সেই পাম্প হাউসে অভিযান দিয়ে দু’টি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকেও। কী কারণে পাম্প হাউসে এই আগ্নেয়াস্ত্রগুলি মজুত করা ছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃতকে জেরা করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

মুর্শিদাবাদের রানিতলায় ভান্ডারা এলাকার ওই পাম্প হাউসের বিষয়ে বুধবার সন্ধ্যায় খবর যায় পুলিশের কাছে। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ওই পাম্প হাউসে সন্দেহজনক কিছু গতিবিধি রয়েছে। বেআইনি ভাবে সেখানে অস্ত্র মজুত করা হয়েছে বলেও খবর পায় রানিতলা থানার পুলিশ। সেই নির্দিষ্ট খবরের ভিত্তিতেই বুধবার সন্ধ্যায় চাষের জমির মাঝে ওই পাম্প হাউসে অভিযান চালায় একটি দল। তল্লাশি চালানোর সময় সেখান থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপগান এবং একটি দোনলা বন্দুক। মিলেছে ৭০ রাউন্ড কার্তুজও। সেগুলি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছেন পুলিশকর্মীরা। 

জানা যাচ্ছে, ওই পাম্প হাউসটির মালিকানা রয়েছে সাইফুদ্দিন সরকারের নামে। তাঁর মৃত্যুর পরে সাইফুদ্দিনের ছেলে মরারুল ওই পাম্প হাউসটির দেখভাল করতেন। তিনিও রানিপুর থানা এলাকারই বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানের পরে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে পাম্প হাউসে ওই আগ্নেয়াস্ত্রগুলি লুকিয়ে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। সেগুলি ব্যবহার করে এলাকাতেই কোনও অপরাধমূলক কার্যকলাপের পরিকল্পনা ছিল, না কি অন্য কোথাও তা পাচারের পরিকল্পনা ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জেরা করে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।


Share